Sourav Cultural Organisation

Teachers of Sourav

Sourav Cultural Organisation

সৌরভের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ

 

সাংস্কৃতিক সংস্থা ‘সৌরভ’ এর দীর্ঘ পথ পরিক্রমায় জামশেদপুরবাসী প্রত্যক্ষ করেছেন এবং ঋদ্ধ হয়েছেন তার বিভিন্ন কর্মকান্ড ও সাংস্কৃতিক চর্চার অনুশীলনে ও পরিবেশনায়। সঙ্গীত, বাদ্যসঙ্গীত, নৃত্যশিল্প, অঙ্কনশিল্প, আবৃত্তিচর্চা, সাহিত্য সব ক্ষেত্রেই রয়েছে তার একনিষ্ঠ প্রয়াস ও পদচারণা। জামশেদপুরের অসংখ্য ছাত্র-ছাত্রী এই সংস্থা থেকে শিক্ষিত হয়ে সারা দেশে এবং বিদেশেও নিজ নিজ সংস্কৃতি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং তা সম্ভব হয়েছে, এই সংস্থায় নিয়োজিত অসংখ্য শিক্ষকের ঐকান্তিক শ্রমে ও দায়বদ্ধতায়। তাঁরা যেভাবে সংস্কৃতির বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান করেছেন, তা সত্যিই এক মহান দৃষ্টান্ত। এই প্রসঙ্গে স্মরণ ও উল্লেখ করা যায় সেইসব শিক্ষকদের নাম –

  1. উচ্চাঙ্গসঙ্গীত: অজয় সেনচৌধুরী, কমল চৌধুরী, সনাতন দীপ, শুভেন্দু রায়চৌধুরী, অনিমিত্রা রায়চৌধুরী। বর্তমানে আছেন অনীতা মুখার্জী।
  2. লঘুসঙ্গীত ও নজরুলগীতি: অঞ্জন রায়, প্রণব চক্রবর্তী। বর্তমানে আছেন পঙ্কজ ঘোষাল।
  3. রবীন্দ্রসঙ্গীত: অজিত চ্যাটার্জী, সমর সিংহ জানা, ধ্রুব পান্ডা। বর্তমানে আছেন পঙ্কজ ঘোষাল।
  4. তবলা : কেশবরঞ্জন চক্রবর্তী, কিশোর ব্যানার্জী, সমীর ঘোষ, শঙ্কর ব্যানার্জী। বর্তমানে আছেন স্বরূপ মৈত্র।
  5. বাঁশি, বেহালা, সেতার: নন্দলাল বসু।
  6. গীটার: নন্দলাল বসু, শাহিদ আনোয়ার। বর্তমানে আছেন সিদ্ধার্থকুমার সিং।
  7. সিন্থেসাইজার: স্বরূপম সিংহদেব, স্বপন তিওয়ারী, শ্যামল মিত্র। বর্তমানে আছেন মানস ভট্টাচার্য।
  8. নৃত্য: লীনা দত্ত, পরেশ দাস, শঙ্কর মাহাতো, সন্দীপ বসু, প্রভুশঙ্কর মিশ্র, মুরলীধর শাস্ত্রী, সংহিতা মিশ্র, অবনীশ দত্ত পান্ডে। বর্তমানে আছেন মিতালি মিত্র। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, নৃত্য বিভাগের সূচনা থেকে তবলা বাদক রূপে দীর্ঘ অর্ধশতক যার সহযোগিতা সদাসর্বদা স্মরণীয় তিনি শ্রী স্বপন মুখার্জি। আজ অশক্ত শরীরেও তিনি প্রতিনিয়ত এই ক্লাসটির শ্রীবৃদ্ধির জন্য নিরন্তর যত্নশীল।
  9. অঙ্কন ও চারুকলা: এল আই সিং সত্যসুন্দর কর্মকার, পদ্মলোচন বালা, সমর ঘোষ, যশবীর সিং কৃষ্ণ মাহাতো। বর্তমানে আছেন আশীষ কর, ভরত পাত্র।
  10. আবৃত্তি ও শ্রুতিনাটক: সুজিত মুখোপাধ্যায়।
  11. সৌরভ নার্সারি স্কুল: স্থানীয় জনসাধারণের প্রয়োজনীয়তা অনুভব করে সৌরভ ১৯৯২ সনে একটি নার্সারি স্কুল স্থাপনা করে। অধ্যাপক শ্রী শ্যাম বাগচি মহাশয়ের উপস্থিতিতে শিশুদের এই স্কুলটির শুভসূচনা হয়। সৌরভ নার্সারি স্কুলের প্রথম শিক্ষিকা ছিলেন শ্রীমতী রুমা দাস।

পরবর্তীকালে প্রায় দীর্ঘ পঁচিশ বছরেরও বেশী, শ্রীমতী স্বাতী মৈত্রের হাতে এর শ্রীবৃদ্ধি ঘটে। বর্তমানে শিক্ষিকা পদে রয়েছেন শ্রীমতী শান্তা বিশ্বাস এবং শ্রীমতী পপি পাল।